রাজ্যে (West Bengal) ফের বাড়ল কোভিড সংক্রমণ (Covid Affection)। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ২৯৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি। দৈনিক সংক্রমণের হার ২.৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৩ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।
দেশজুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে কোভিড। একই সঙ্গে রাজ্যেও ফের বাড়ছে কোভিডের প্রকোপ। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। মানতে বলা হয়েছে কোভিডবিধি। ভিড় এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ১১,২৫৮ জন। কোভিড আক্রান্ত হয়ে গৃহবন্দী আছেন ১৩৬৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন।
আরও পড়ুন : জয়েন্টে এবার দুই হিমাংশুর বাজিমাত, মাধ্যমিকের পর আশ্চর্য সমাপতন
গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৫১,৩৬১ জন। প্রিকশন ডোজ নিয়েছেন ৩২ লক্ষ ৪১ হাজার ৭৮৪ জন।