কিশোর কিশোরীদের করোনাভাইরাসের (Coronavirus) টিকাকরণের জন্য অভিনব পদক্ষেপ করল দক্ষিণ দমদম পুরসভা (South Dum Dum)। এলাকায় রীতিমতো ঢাক, ঢোল নিয়ে মিছিল করলেন পুরসভার কাউন্সিলর। ডেকে ডেকে দেওয়া হল টিকা। সেই সঙ্গে কিশোর কিশোরীদের হাতে তুলে দেওয়া হল বল, বইয়ের ব্যাগ। উদ্দেশ্য দ্বিমুখী- একদিকে গণ টিকাকরণ (Vaccination), অন্যদিকে স্কুলছুটদের ফের পড়াশোনার বৃত্তে ফেরানো।
আরও পড়ুন: Covid 19 RT-PCR Test: করোনা পরীক্ষার সময় সঠিক ঠিকানা নথিভুক্ত করতে হবে, কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের
করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় স্কুলছুট হয়ে পড়েছে বহু কিশোর কিশোরী। তাদের টিকাকরণের জন্যই এই অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা। পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের যে সকল কিশোর কিশোরীর জীবন থেকে বিদ্যালয় নামক জিনিসটি হারিয়ে গিয়েছে তাদের টিকাকরণের আওতায় আনতে ঢাক ঢোল সহকারে মিছিলের মাধ্যমে তাদের বাড়ির বাইরে এনে টিকাকরণের ব্যবস্থা করা হল। পাশাপাশি তাদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয় উৎসাহ দিতে।
আরও পড়ুন: Coronavirus: দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ১৭ হাজারের বেশি, মৃত ৪৯১
এই প্রসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশীষ বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের মন্ত্রী দমদমের বিধায়ক ব্রাত্য বসুর উদ্যোগে এলাকার কিশোর কিশোরীদের টিকাকরণের আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান বাড়ির সবাই টিকা নিলে বকেয়া ট্যাক্সের ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।