রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ৫৫১ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে কোনও মৃত্যু হয়নি। দৈনিক সংক্রমণের হার ৯.৫৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ২৪৮ জন।
রাজ্যে ফের কোভিড সংক্রমণ বাড়ছে। তাই কোভিডবিধি নিয়ে সতর্ক করছে প্রশাসন। রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৫,৭৬৯। কোভিড আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন ৩,৯২৩ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৫৭ জন।
আরও পড়ুন: রাজ্যের কৃষকদের সঙ্গে দুর্নীতি বরদাস্ত নয়, বেনিয়মে এফআইআর, কড়া বার্তা মমতার
গত ২৪ ঘণ্টায় কোভিড ভ্যাকসিন নিয়েছেন ১৫,৭৫১ জন। রাজ্যে মোট প্রিকশন ডোজ নিয়েছেন ৩৫ লক্ষ ৭৩ হাজার ২১৭ জন।