সম্ভবত জুনেই আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ। এবার এমনটাই দাবি করলেন IIT কানপুরের(IIT Kanpur) একদল গবেষক।
জানা গেছে, IIT কানপুরের নয়া গবেষণায় করোনার চতুর্থ ঢেউ(Corona 4th wave) নিয়ে যাবতীয় তথ্য ধরা পড়েছে। গবেষণাটি করেছেন কানপুরের(IIT Kanpur) তিন গবেষক, সবরপ্রসাদ রাজেশভাই, শুভ্রশংকর ধর, এবং শলভ। কবে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ, তাও নাকি বের করে ফেলেছেন গবেষকরা। গবেষকদের দাবি, চলতি বছরের জুন মাসে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ(Coronavirus 4th wave)।
আরও পড়ুন- National Covid bulletin: দেশে একদিনে করোনা আক্রান্ত ৬,৯১৫ জন, মৃত্যু ১৮০ জনের
গবেষকদের আরও দাবি, আলফা, বিটা গামা এবং ডেল্টার পর আসতে চলেছে করোনার আরেকটি নয়া প্রজাতি(New variant of Corona)। যদিও এর ভয়াবহতা নির্ভর করছে টিকার ওপর। এর পাশাপাশি গবেষকদের অনুমান, রূপ বদলে ওমিক্রন(Omicron) আসতে পারে ওমিক্রন প্লাস(Omicron Plus) হয়ে।