সপ্তাহের শুরুতে স্বস্তি দিলেও, মঙ্গল এবং বুধ, পরপর দু'দিনই রাজ্যের করোনা গ্রাফ (Coronavirus) ঊর্ধ্বমুখী।গত ২৪ ঘণ্টায় ফের এক হাজারের আশপাশে ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ।
বুধবার সন্ধের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৯১১ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (২০৩)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে উত্তর ২৪ পরগনা (১৬৭) এবং বীরভূম (১০৭)। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২০ লক্ষ ৯৬ হাজার ১২১ জন। সংক্রমণের হার ৬.৮৫ শতাংশ।
Saswata Chatterjee: পুরীর বালুকাবেলায় বব বিশ্বাস, সঙ্গে ফেলুদা, ব্যাপার কী?
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। । এখনও পর্যন্ত বাংলায় মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৩৮০ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ।