গত দু’দিনে রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমে দুশোর কাছাকাছি থাকলেও রবিবার সংক্রমণ ফের এক লাফে প্রায় পাঁচশো ছুঁল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৪ হাজার ৯৭২। রাজ্যে নতুন করে যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই কলকাতার বাসিন্দা। তবে দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা।
Jalpaiguri Murder:খুনে অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরেই খুন হলেন
রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৬৪২ জনের। দৈনিক সংক্রমণের হার ৫.১১ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৭৭৭ জন।