দেশে প্রতিদিনই বাড়ছে সক্রিয় কোভিড (Covid 19) রোগীর সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে, মানুষের মধ্যে সতর্কতা কমার ফলেই কোভিড বাড়ছে।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড (Covid-19 virus) আক্রান্ত হয়েছেন ১২,২৪৯ জন। যদিও গতকাল সংখ্যাটা ছিল ১০ হাজারের নিচে। শুধু মহারাষ্ট্রেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩,৬০০ জনের বেশি। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৫৫ শতাংশ। মুম্বইয়ের ছবিটাও উদ্বেগজনক। কোভিড বাড়ছে দিল্লিতেও। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮৩ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: Bogtui Violence: বগটুই কাণ্ডে প্ররোচনার অভিযোগ আনারুলের বিরুদ্ধে, চার্জশিটে জানাল CBI
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩। বর্তমানে দেশে কোভিডের অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৬৮৭। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১৯ শতাংশ।
তবে পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার ৫৫ জন কোভিড থেকে সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৯,৮৬২ জন। সুস্থতার হার ৯৮.৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে এখনও পর্যন্ত দেশে কোভিড টিকার ১৯৬ কোটি ৪৫ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন প্রায় ১২ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ১০ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।