India COVID Update:করোনার সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী, দেশে দৈনিক আক্রান্ত ১৭ হাজার পার

Updated : Jul 01, 2022 10:33
|
Editorji News Desk

করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাই কি তবে সত্যি হতে চলেছে? দেশে ক্রমবর্ধমান দৈনিক সংক্রমণের হার দেখে তেমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। শুক্রবারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ পেরিয়ে গিয়েছে ১৭ হাজার। 

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। যা বৃহস্পতিবারের থেকে কিছুটা বেশি। শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। কেরল ও দিল্লির অবস্থাও উদ্বেগজনক। 

Rudranil Ghosh : রাজ্য পুলিশের সচেতনতামূলক প্রচারে রুদ্রনীল ঘোষের ছবি ! কী প্রতিক্রিয়া বিজেপি নেতার ?

শুক্রবারের রিপোর্ট অনুযায়ী দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ৮৮ হাজার ২৮৪, যা তার আগের দিনের রিপোর্ট থেকে ৪ হাজার ২৯৪ বেশি। দেশে অ্যাকটিভ কেসের পরিমাণ ০.২ শতাংশে পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ১৩ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৫৪। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৬ জন করোনা থেকে সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ২৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৯ শতাংশ।

নতুন করে সংক্রমণের গতি নিয়ন্ত্রণে ফের টেস্টিংয়ে জোর দিতে বলছে কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও বৈঠকে সেকথাই বলেছেন। তাঁর বক্তব্য, যেসব জেলায় সংক্রমণের হার বেশি সেসব জেলা ধরে ধরে পরীক্ষা বাড়াতে হবে।

Covid +vecovid cases

Recommended For You

US on Syria War:  দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা!  কারণ কী?
editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার