করোনা আবহে (Covid 19) পর্যটনকেন্দ্রগুলো থেকে সমতলে ফিরছেন পর্যটকরা। ফেব্রুয়ারি ও মার্চে পরিস্থিত আরও খারাপ হবে আশঙ্কা স্বাস্থ্যকর্তাদের। গত সাতদিনে উত্তরবঙ্গে প্রায় সাড়ে ১০ গুণ বেড়েছে কোভিড সংক্রমণ (Covid Infection)। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়িতেও হু হু করে বাড়ছে সংক্রমণ।
রাজ্যের অন্য অংশগুলোর মতো কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গ। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জারি হয়েছে বিধিনিষেধ। উত্তরবঙ্গের কোভিড পরিস্থিতি মোকাবিলা করতে টেস্ট, ভ্যাকসিনেশন ও পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিয়েছে স্বাস্থ্য দফতর। আপৎকালীন পরিস্থিতি সামলাতে ভেন্টিলেটর ও অতিরিক্ত বেডের ব্যবস্থাও রাখা হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যের করোনা বিধিনিষেধ নিয়ে মানুষকে সতর্ক করা হল মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে
জেলা প্রশাসনের শীর্ষ স্তরেও থাবা বসিয়েছে কোভিড। আক্রান্ত হয়েছেন মালদার জেলাশাসক। করোনা রিপোর্ট পজিটিভ এসেছে মালদার অতিরিক্ত জেলা শাসকেরও। দুজনেই হোম আইসোলেশনে আছেন। বাতিল করা হয়েছে মালদা বইমেলা। ইংরেজবাজারে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার।
সোমবার থেকে বন্ধ করা হয়েছে একের পর এক পর্যটনকেন্দ্র। পাহাড়ে হোটেল খোলা থাকলেও চিড়িয়াখানা, রক গার্ডেন বিভিন্ন পার্ক বন্ধ। এখনও টয় ট্রেন চলছে। তবে কালিম্পং থেকে পর্যটকরা ফিরতে শুরু করেছেন। অনেক পর্যটক হোটেল ও হোম স্টে বুকিং বাতিল করছেন। পাহাড় থেকে সমতলে নামার গাড়ির ভাড়াও অনেকটা বাড়ানো হয়েছে বলে অভিযোগ পর্যটকদের।