দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত হলেন প্রায় দেড় লক্ষ মানুষ৷ গত একদিনের মৃতের সংখ্যায়ও হাজারের বেশি।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবার সকালের বুলেটিন অনুযায়ী, গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৩৯৪ জন। গত একদিনে মৃত্যু হয়েছে ১,০৭২ জনের।
আরও পড়ুন: সরকারি তথ্য অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক সংক্রমণ কমেছে ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৭৪ জন।
আরও পড়ুন: West Bengal Covid bulletin: রাজ্যে কমল করোনা সংক্রমণ, তবে দৈনিক মৃত্যু নিয়ে এখনও উদ্বেগ
দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৩৫ হাজার ৫৬৯। দৈনিক সংক্রমণের হার ৯.২৭ শতাংশ। ভারতে করোনায় এখনও অবধি মারা গিয়েছেন ৫ লক্ষ ৫৫ জন।