করোনা অতিমারীর (Coronavirus Pandemic) প্রকোপ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দেশ। অনেক দিন পর দেশের দৈনিক করোনা সংক্রমণ (Covid-19) নামল ৪ হাজারের নিচে।
মঙ্গলবার সকালের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। সোমবারের তুলনায় যা সাড়ে ৮ শতাংশ কম। সেই সঙ্গে দেশে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস বা সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৪৮। কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১২ শতাংশে।
আরও পড়ুন: West Bengal Covid Update: আবার করোনায় মৃত্যুশূন্য বাংলা, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৫০ জন
তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও চিকিৎসকদের চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনায় মৃতের সংখ্যা। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০৮ জন। সোমবার এই সংখ্যা ছিল ৬৬। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ২১০ জন।