রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২৪৬ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬ জনের। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ২,১৬২। সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।
কলকাতায় (Kolkata) নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫০ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এই জেলায় দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মৃত্যু হয়নি কারও। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭২৬ জন।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৩০,৮০৮ জন। ভ্যাকসিন নিয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৮৩০ জন।