রাজ্যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না করোনা অতিমারী (Coronavirus Pandemic)। তবে মৃতের সংখ্যা কমায় খানিকটা স্বস্তি মিলেছে।
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর শুক্রবার সন্ধ্যায় যে বুলেটিন দিয়েছে, তাতে দেখা যাচ্ছে গত একদিনে রাজ্যে নতুন করে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবলে মৃত্যু হয়েছে ৪ জনের।
আরও পড়ুন: India Covid Update : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ১৩,১৬৬, মৃত্যু হয়েছে ৩০২ জনের
রাজ্যে গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমেছে ১৭৪ জন। আপাতত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৯৮৮। রাজ্যে সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ।