দেশে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি কর্নাটক, গুজরাট, কেরল, হরিয়ানার করোনা পরিসংখ্যানও চিন্তা বাড়িয়েছে কেন্দ্রের। রিপোর্ট বলছে, দেশের ৩৪টি জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির হার ৫ থেকে ১০ শতাংশ। তবে গত কয়েকদিনেই করোনা সংক্রমণের জেলার সংখ্যা ১৫ থেকে বেড়ে হয়েছে ৩৪।
এই পরিস্থিতিতেই রাজ্যগুলিকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়ে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। গরমের শুরুতেই করোনার বাড়বাড়ন্তকে ভাল চোখে দেখছেন না চিকিৎসক স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। এখন থেকেই সতর্ক না হলে পরবর্তীতে বিপদ আরও বাড়তে পারে বলেই মত তাঁদের।
আরও পড়ুন- Manish Kothari: বোলপুরে মণীশ কোঠারির আরও সম্পত্তির হদিশ, ইডির হাতে রূপপুরের ৩৫ বিঘা জমির তথ্য
উল্লেখ্য, সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত ৯১৮ জন। রবিবারের তুলনায় সপ্তাহের শুরুতেই কমেছে আক্রান্তের সংখ্যাও। তবুও এই ঘটনাকে হালকাভাবে নিতে রাজি নয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।