রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১৪৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে সক্রিয় কোভিড রোগীর (Covid Active Cases) সংখ্যা ১৮০৮। সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ।
কলকাতায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। আক্রান্তের সংখ্যা বাড়লেও কোভিডে অন্য কোনও জেলায় কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ২৩,৯১২ জন। ভ্যাকসিন নিয়েছেন ৭৭,৫১৪ জন।
আরও পড়ুন: সম্ভবত জুনেই আসবে করোনার চতুর্থ ঢেউ, দাবি IIT কানপুরের গবেষকদের
কোভিড বিধি নিয়ে সোমবার একটি নির্দেশিকা জারি করে নবান্ন। সেই নির্দেশিকায় কোভিড বিধিনিষেধ ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। মাস্ক পরতে হবে, মানতে হবে দূরত্ববিধিও। কোভিড বিধি মেনেই রাজ্যে বাকি সব কাজ চলবে বলে নির্দেশিকায় জানিয়েছে নবান্ন।