ফের দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার (Covid 19) তাণ্ডব। ভ্রুকুটি ক্রমেই বাড়ছে কেন্দ্র তথা রাজ্যের প্রশাসনের। দেশের প্রায় সব বড় শহরজুড়েই কড়া করা হয়েছে কোভিড বিধিনিষেধ। দিল্লিতে (New Delhi) গোটা উইকএন্ড জুড়েই থাকবে কার্ফু। সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন।
সমস্ত বেসরকারি সংস্থার অফিসে আসতে পারবেন ৫০ শতাংশ কর্মচারী। বাকি ৫০ শতাংশের জন্য ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)। বেশিরভাগ সরকারি কর্মচারীদের জন্যও ওয়ার্ক ফ্রম হোমের কথা জানিয়েছে দিল্লি সরকার (Delhi governemnt)। মেট্রো ও বাসে যাতায়াতের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।
উত্তরপ্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি। দশম শ্রেণি পর্যন্ত সব ইস্কুল বন্ধ থাকবে। প্রয়াগরাজ মাঘ মেলায় আসা সমস্ত তীর্থযাত্রীর জন্য করোনা-পরীক্ষা বাধ্যতামূলক।
মহারাষ্ট্রে (Maharashtra) কার্ফু জারি করা থাকবে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত। অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০ জনের বেশি মানুষ থাকতে পারবেন না। বিবাহ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতে থাকতে পারবেন সর্বোচ্চ ৫০ জন। সমস্ত পর্যটন কেন্দ্র ও পাবলিক প্লেসে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বিহারে (Bihar) রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে কার্ফু। জিম, ক্লাব, শপিং মল, সিনেমা বন্ধ থাকবে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য অনলাইনের ক্লাসের ব্যবস্থা। সরকারি ও বেসরকারি অফিস চলবে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে। বাকিদের করতে হবে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে।