বর্ষশেষে ফের বাড়ছে করোনা আতঙ্ক। দীর্ঘ তিন মাস পর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩ জন কোভিড আক্রান্তকে৷ এই ৩ জনের মধ্যে ২ জন উত্তর কলকাতার বাসিন্দা, তৃতীয়জন উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা।
গোটা দেশ জুড়েই নতুন করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন, মারা গিয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে তিনজন কেরলের, কর্ণাটকের দু'জন। এছাড়া ছত্তীসগঢ় ও তামিলনাড়ুর একজন করে বাসিন্দার করোনায় মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের হাসপাতালগুলির পরিকাঠামো। স্বাস্থ্যকর্তারা খতিয়ে দেখেছেন বি সি রায় হাসপাতাল, আরজি কর হাসপাতালের পরিকাঠামো। খতিয়ে দেখা হবে ন্যাশনাল মেডিক্যাল ও হাজরার চিত্তরঞ্জন সেবা সদনের পরিকাঠামোও।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিকসে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য সাতটি নমুনা পাঠানো হয়েছিল। নমুনাতেই কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1- পাওয়া যায়নি।