বুধবার স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্মতিথি উপলক্ষে মহেশতলায়(Maheshtala) কোভিড পরীক্ষার(Covid test) ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা করে মহেশতলা পৌরসভা(Maheshtala Municipality)। পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং মহেশতলা থানা(Maheshtala Police Station) সংলগ্ন এলাকায় পথচলতি প্রায় ২০০০ জন মানুষের কোভিড(Covid-19) পরীক্ষা করা হয়।
ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, বুধবার দুপুর পর্যন্ত গোটা এলাকা জুড়ে প্রায় ২৫ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে এটি একমাত্র কেন্দ্র, যেখানে একদিনে এত সংখ্যক মানুষের করোনা(Coronavirus) পরীক্ষা করা হয়। ইতিমধ্যেই এই করোনা পরীক্ষায় প্রায় ১০ জন আক্রান্তের খোঁজ মিলেছে মহেশতলা এলাকায়।
ইতিমধ্যেই গোটা ডায়মন্ডহারবার কেন্দ্র জুড়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(MP Abhishek Banerjee) নেতৃত্বে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। হাতে গোনা কিছু মানুষ ছাড়া প্রায় প্রত্যেকেই মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করছেন। যার ফলে জেলাতেও ধীরে ধীরে কমছে করোনা(Coronavirus) সংক্রমণ। নিম্নমুখী হয়েছে কোভিড গ্রাফ(Covid graph)। রাজ্যে লাগামছাড়া করোনা অতিমারির মধ্যে এবার একদিনে করা কোভিড টেস্টে(Covid test) রেকর্ড করে ফেলল মহেশতলা পৌরসভা(Maheshtala Municipality)।