যাঁদের জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁদের এবার থেকে কোভিড টেস্ট বাধ্যতামূলক। শুক্রবার এমনই নির্দেশিকা জারি করলেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও। তিনি জানিয়েছেন, গোটা তামিলনাড়ুতেই এই নির্দেশ বলবৎ থাকবে। পাশাপাশি শনিবার একটি কোভিড হেল্পলাইন নম্বরও চালু করা হবে। যার মাধ্যমে কোভিড সংক্রান্ত যে কোনও পরামর্শ পাবেন অসুস্থরা।
কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৭০০০ কোভিড টেস্ট করা হচ্ছে। তার মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩.৮২ শতাংশ। পুরো স্বাস্থ্য দফতরই পরিস্থিতির উপর নজর রাখছে।
এর পাশাপাশি যাঁদের অল্প জ্বর বা কোভিডের কোনও উপসর্গ প্রকাশ পাচ্ছে তাঁদের দ্রুত পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। বেসরকারি হাসপাতালের পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতালেও কোভিড টেস্ট করানো হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।