গতকালের তুলনায় সামান্য কমলেও এক হাজারের উপরেই রয়েছে রাজ্যের দৈনিক করোনা (Covid-19) সংক্রমিতের সংখ্যা। মৃত্যুও বেড়েছে সামান্য। তাই আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১১১৩ জন। গতকাল সংখ্যাটা ছিল বারোশোর বেশি। দৈনিক পজিটিভিটি রেট কমে ৮.৩৩ শতাংশ হয়েছে। শুধু কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩২ জন। সংক্রমণের দিক থেকে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্ত ১৮২ জন। তৃতীয় স্থানে রয়েছে বীরভূম। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন ৮০ জন। তবে ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা দশের কম।
Arpita Mukherjee: অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ২ কোটির খোঁজ, বেলঘড়িয়ার ফ্ল্যাটে ফের তল্লাশি
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে। এর জেরে রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৫৯ জন।