ফের রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল দৈনিক সংক্রমণ। সামান্য বাড়ল মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে পাঁচজনের। পজিটিভিটি রেট কমে দাঁড়াল ৬.৩২ শতাংশ।
শুক্রবার সন্ধ্যের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন মোট ৭৮৩ জন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। জেলাওয়াড়ি তথ্যের নিরিখে সংক্রমণে শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সংক্রমিত ১৩৬ জন। ১১১ জন আক্রান্ত হওয়ায় তৃতীয় স্থানে বীরভূম।
আরও পড়ুন- Covid 19 Update: কোভিডে নতুন করে আক্রান্ত ১৯,৮৯৩ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৩ জন
পাশাপাশি, দার্জিলিং, মালদহ, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় আক্রান্ত পঞ্চাশেরও কম। কুড়িরও কম করোনা আক্রান্তের খোঁজ মিলেছে নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায়। দৈনিক সংক্রমণ দশের গণ্ডিও পেরোয়নি আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, কোচবিহার। কালিম্পং এবং পূর্ব মেদিনীপুরে মাত্র একজন করে সংক্রমিতের খোঁজ মিলেছে।