আগামী ১৬ মার্চ, বুধবার থেকে শুরু হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণের(Covid Vaccination) কাজ। এর পাশাপাশি কোভিড টিকা(Covid Vaccine) দেওয়া হবে ষাটোর্দ্ধ নাগরিকদের। সোমবার টুইট করে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।
অতিমারী করোনার(Coronavirus) বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে আক্রান্তের সংখ্যা। তবে আবার করোনার চতুর্থ ঢেউ(Corona 4th wave) আসার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে দেশের প্রত্যেক নাগরিকের জন্য করোনা টিকা(Corona Vaccine) প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় সরকার(Central Govt.)। উল্লেখ্য, ইতিমধ্যেই করোনা(Coronavirus) এবং ওমিক্রনের(Omicron) জেরে আবার দেশজোড়া লকডাউনের(Lockdown) পথে হাঁটতে চলেছে চীন(China)।
আরও পড়ুন- Covid in China : চিনে বাড়ছে ডেল্টা ও ওমিক্রনের দাপট, নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক