করোনা (Covid-19) রুখতে ভারতে সফল টিকাকরণের (Vaccine) পর, এবার এই টিকা খোলাবাজারে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে দুই টিকা প্রস্ততকারী সংস্থা। গত বছরের ২৫ অক্টোবর এই ব্যাপারে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের (Drug Control of India) কাছে আবেদন করেছে পুণের সংস্থা সেরাম (Seram)। যদিও তার সাতদিন আগে একই দাবিতে আবেদন করেছিল হায়দরাবাদের কোম্পানি ভারত বায়োটেক (Bharat Biotech)। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি ছাড়পত্র পেয়ে যদি করোনার এই টিকা পাড়ার বিভিন্ন ওষুধে দোকানে বিক্রি হয়, তা-হলে তার দাম (Price) কত হবে ?
কোভিড টিকা খোলাবাজারের নিয়ে আসা সংক্রান্ত ব্যাপারে ওয়াকিবহাল এক সূত্র জানিয়েছে, যাতে সবার সামর্থ্যে কুলোয়, সে কথা মাথায় রেখেই টিকার দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি’ (এনপিপিএ)-কে। সূত্রের দাবি, দুই ভিন্ন সংস্থার টিকাই একই দামে বিক্রি করা হতে পারে। প্রতি টিকার দাম রাখা হতে পারে ২৭৫ টাকা। তার সঙ্গে যুক্ত হতে পারে অতিরিক্ত পরিষেবা বাবদ ১৫০ টাকা।
আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার ৩৮৪ জন, মৃত ৫৭৩
বর্তমানে বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের প্রতি টিকার দাম ১ হাজার ২০০ টাকা আর টিকা প্রতি কোভিশিল্ডের দাম ৭৮০ টাকা।