করোনাভাইরাসের (Coronavirus) টিকা (Vaccine) এখন থেকে পাওয়া যেতে পারে স্থানীয় ওষুধের দোকানেই! বুধবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের একটি বিশেষজ্ঞ দল কোভাক্সিন (Covaxin) এবং কোভিশিল্ড (Covishield) এই দুই টিকাকে বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষজ্ঞ দল যে প্রস্তাব রেখেছে, তার মর্মার্থ হল, এই দুই টিকাকে স্থানীয় ওষুধের দোকানেও রাখার অনুমতি দেওয়া উচিত।
গত ১৪ জানুয়ারি এই দুই টিকা সংস্থার পক্ষ থেকে সব রকমের তথ্য চেয়েছিল কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। বাজারে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতেই তথ্য চাওয়া হয়েছিল ভারত বায়োটেক (Bharat Biotech) এবং সেরাম (Serum Institute) ইনস্টিটিউটের থেকে। সেই রিপোর্ট খতিয়ে দেখেই কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছে বিশেষজ্ঞ দল।
আরও পড়ুন: করোনা আবহে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি DGCA-এর
স্থানীয় ওষুধের দোকানে করোনা টিকা পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল, কারণ ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়ার পক্ষ থেকে কোভাক্সিন, কোভিশিল্ড ছাড়াও ভারতে ব্যবহার হওয়া বাকি টিকাগুলিকেও আপতকালীন পরিস্থিতিতে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। কোভাক্সিন এবং কোভিশিল্ডকে গত বছর ৩ জানুয়ারিতেই আপতকালীন পরিস্থিতিতে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: মাস্ক পরে ছবি তুলে আপলোড করলেই পুরস্কার! জানাল কলকাতা পুরসভা