করোনা যোদ্ধা এবং কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্বদের করোনা ভ্যাকসিনের প্রিকশন ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। কারা জরুরি ভিত্তিতে প্রিকশন ডোজ পাবে, সেই নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত আসবে খুব শিগগির।
প্রাক নির্ধারিত ১০ জানুয়ারির আগেই এই নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত জানাবে বলে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আইসিএমআর ডিরেক্টর বলরাম ভার্গব।
করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস অথবা ৩৯ সপ্তাহ পেরিয়ে গেলেই প্রিকশন ডোজ দেওয়া হবে। কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী প্রিকশন ডোজের সময় এলে টিকাপ্রাপকদের মেসেজ করে জানিয়েও দেওয়া হবে।