‘ওমিক্রনের (Omicron) এই ঢেউয়ের পর কোভিড হয়তো আবার ফিরবে, কিন্তু, অতিমারি (Pandemic) আর ফিরবে না (Pandemic will come to an end)’, এমন আশার কথাই শোনাচ্ছে ল্যানসেটে (Lancet new study on Covid) প্রকাশিত একটি নতুন গবেষণা।
ওই গবেষণায় (Lancet new study on Covid) বলা হয়েছে, কোভিড ১৯ (Covid 19) ক্রমশ মিশে যাবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে। আমাদের স্বাস্থ্য ও সমাজকেও তার সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে, এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারের যে সব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়েছিল এর আগে, তা আর করতে হবে না বলেই আশ্বস্ত করছে ওই গবেষণা।
তবে, গবেষণায় (Lancet new study on Covid) এই কথাও স্পষ্টভাবেই জানানো হয়েছে যে, ভাইরাসের সংক্রমণ চলতেই থাকবে। গবেষণায় বলা হয়, “অনাক্রম্যতা তৈরি হলেও সংক্রমণকে তা খুব একটা আটকাতে পারবে না। তবে, সংক্রমণের মারাত্মক ক্ষতিকারক দিকটি আর অত প্রবল থাকবে না”।
এছাড়া, ভাইরাসের চরিত্র বিশ্লেষণ করে গবেষণায় (Lancet new study on Covid) এই কথাটিও বলা হয় যে, শীতকালে বিভিন্ন দেশে এই ভাইরাসের সংক্রমণের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।