ফের একবার নয়া রূপে ফিরেছে করোনা(BF7 Covid Strain)। এবারের প্রজাতি আরও বেশি সংক্রামক বলেও দাবি করছেন কেউ কেউ। ফলে নতুন করে জনমানসে বাসা বাঁধছে আতঙ্ক। তবে এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে বিশেষ কিছু নিয়মাবলী মেনে চলতে নির্দেশ দিচ্ছেন রাজ্যের চিকিৎসক মহল(Doctors on BF7 Strain)।
রাজ্যের চিকিৎসকদের একাংশের মতে, জ্বর-সর্দি-কাশি থাকলেই কেউ করোনা আক্রান্ত(Covid Update in WEst Bengal), তা বলা ঠিক নয়। ঠান্ডা-গরমের মরশুমে সর্দি-কাশি খুব সাধারণ বিষয়। তবে তিনদিন পরেও জ্বর না ছাড়লে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে বলেই জানানো হয়েছে। পাশাপাশি, মাস্ক ব্যবহারে জোর দিতে বলছেন চিকিৎসকরা। এছাড়া শ্বাসকষ্টের সমস্যা থাকলে দ্রুত করোনা পরীক্ষা(Coronavirus Update) করাতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আরও পড়ুন- WBJEE 2023: শুক্রবার থেকে শুরু জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, পরীক্ষা হবে ৩০ এপ্রিল
উল্লেখ্য, শুক্রবার থেকেই ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতালে মিলবে এই টিকা। এদিন আরও জানানো হয়েছে, আপাতত বুস্টার(Booster Dose) হিসাবেই ভারত বায়োটেকের(Bharat Biotech Nasal Drop) এই টিকা প্রয়োগ করা হবে। ১৮ ঊর্ধ্বদের এই টিকা দেওয়া হবে বলেও খবর।