বায়ো বাবেলের (Bio balle) মধ্যে চলছে ইন্ডিয়ান সুপার লিগ (Isl)। কিন্তু করোনার জেরে ছয় সপ্তাহের জন্য স্থগিত (Post pond) হয়ে গেল আই লিগ (I League)। সূত্রের খবর, কলকাতার হোটেলে থাকা চল্লিশের বেশি ফুটবলার করোনা আক্রান্ত। তাই আর ঝুঁকি নিতে পারল না সর্বভারতীয় ফুটবল ফেডারেন (Aiff)। সোমবার জরুরি বৈঠক ডেকে, আপাতত ছয় সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
গত ডিসেম্বরে টুর্নামেন্টের মাঝ পথেই পর পর বেশ কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই প্রাখমিক ভাবে আই লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছিল।রবিবারই রাজ্যে নতুন করোনা বিধি চালু করেছে সরকার। যার ফলে ম্যাচ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই অবস্থায় সোমবারই জরুরি বৈঠকে বসে লিগ কমিটি। সেখানে প্রত্যেক ক্লাবকর্তা রাজি হয়ে যান লিগ ৬ সপ্তাহের জন্য পিছিয়ে দিতে।
আরও পড়ুন : Covid 19 in CAB: বঙ্গ ক্রিকেটেও কোভিডের থাবা, আক্রান্ত রঞ্জি দলের ৬ ক্রিকেটার
পরিস্থিতি খতিয়ে দেখতে ৪ সপ্তাহ পর ফের বৈঠক করা হবে। যে সব ফুটবলাররা কলকাতার হোটেলে বায়োবাবেলে রয়েছেন তাঁরা ৭ জানুয়ারি পর্যন্ত সেখানেই থাকবেন। ৫ জানুয়ারি করোনা পরীক্ষা হবে। সেখানে যাঁরা নেগেটিভ হবেন তাঁরা ফিরে যেতে পারেন। তবে যাঁদের ইতিমধ্যেই করোনা ধরা পড়েছে, তাঁরা নেগেটিভ না আসা পর্যন্ত শহর ছাড়তে পারবেন না। এরমধ্যে করোনা বিধি ভেঙে বছর শেষে রাতে পার্টি করতে গিয়ে শাস্তির মুখে মহমেডান স্পোর্টিংয়ের সাত ফুটবলার। তাঁদের ৩৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।