এবার থেকে প্রিকশন ডোজ(Precaution Dose) নেওয়ার সময় ৬০ বছর বা তার বেশি বয়সীদের কোমর্বিডিটি সংক্রান্ত কোনও তথ্যপ্রমাণ পেশ করতে হবে না। মঙ্গলবার একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ৬০ বছরের বেশি বয়সীরা, যাঁরা দুটি কোভিড(Covid-19) টিকা নিয়েছেন; তাঁদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বা চিকিৎসকের প্রমাণপত্র দেওয়ার প্রয়োজন নেই।
স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির করোনা(Corona) যোদ্ধাদের সতর্কতামূলক তৃতীয় টিকা নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র(Govt. of India)। তবে এর আগে জানানো হয়েছিল কোমর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকরাই তৃতীয় টিকা পাবেন, তার জন্য পেশ করতে হবে প্রয়োজনীয় প্রমাণপত্র।
ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্জিকিউটিভ অফিসার তথা কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ অ্যাপ্লিকেশন বা পোর্টালের প্রধান আর এস শর্মা সোমবার জানিয়েছিলেন, যাঁরা দু’টি টিকা নিয়েছেন তাঁদের তৃতীয় টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় টিকা নেওয়ার ন’মাস পর প্রিকশন ডোজ দেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন- Delhi: করোনা আতঙ্কে দিল্লিতে জারি 'হলুদ সতর্কতা', বন্ধ প্রেক্ষাগৃহ, জিম থেকে শিক্ষাপ্রতিষ্ঠান
দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্তে বদল ঘটায় কেন্দ্র(Govt. of India)। দুটি টিকা নেওয়া সকল প্রবীণ নাগরিককেই তৃতীয় টিকা দেওয়া হবে কোনও শর্ত ছাড়াই, জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।