করোনা (Covid) মহামারীর হাত থেকে ভারতকে (India) বাঁচতে সবচেয়ে প্রথম এগিয়ে এসেছিল পুণের সেরাম ইনস্টিটিউট (Serum Institute of India)। প্রথম দেশীয় পদ্ধতিতে করোনা টিকা বাজারে এসে ভারতকে কোভিড মুক্ত করার দিশা দেখিয়েছিল এই সংস্থা। এমনকী, এখনও সেরামের কোভিশিল্ড (Covishild) করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। কিন্তু ভারতের বাজারে প্রথম করোনার টিকা আনতে গিয়ে বিদেশি সংবাদমাধ্যমের (Foreign media) অনেক বিদ্রুপ তাঁদের হজম করতে হয়েছিল। আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) সঙ্গে এক আলাপচারিতায় একথাই জানালেন সেরাম কর্তা আদর পুনাওয়ালা (Adar Poonawalla)। অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (All India Management Association's) সপ্তম জাতীয় লিডারশিপ কনক্লেভে (National Leadership Conclave) দেশবাসীর সামনে তুলে ধরলেন সেরাম কর্তা।
ওই অনুষ্ঠানে পুনাওয়ালার থেকে সঞ্জীব গোয়েঙ্কা জানতে চেয়েছিলেন, তিনি কী ভাবে রাতারাতি তারকাদের সঙ্গে মোকাবিলা করেছিলেন। কারণ, কোভিশিল্ড ভারত থেকে হওয়া প্রথম টিকাগুলির মধ্যে একটি হওয়ায় অনুমোদন পেয়েছিল। সেরাম কর্তা আদর পুনাওয়ালা জানান, ভারতীয় সংবাদমাধ্যম এই টিকা সম্পর্কে ঠিক পর্যালোচনা করলেও, বিদেশি সংবাদমাধ্যম তাঁর সমালোচনা করেছিল। বিদেশি সংবাদমাধ্যমের দাবি ছিল, এই টিকা পশ্চিমের সঙ্গে মানানসই নয়। তিনি বলেন, 'ভারতীয় সংস্থা হিসাবে আমরা প্রমাণ করতে পেরেছি, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বব্যাপী অবদান রাখার গুণমান এবং ক্ষমতা আমাদের ছিল।'
পুনাওয়ালা জানান, সেইসময় খ্যাতির সঙ্গে সমালোচনাও জুটেছিল। এবং সেইসময়টা ছিল তাঁর জীবনের অন্যতম কঠিন সময়। তবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। সেরাম কর্তার মতে, তিনি এখন লাইমলাইট থেকে "ধীরে ধীরে" বিবর্ণ হয়ে যেতে পেরে খুশি হবেন।