উৎসবের আমেজে দেশে ভয় ধরাচ্ছে করোনা (Covid-19) । বিহারের বুদ্ধগয়ায় (Corona Positive in Bihar Gaya) খোঁজ মিলল চার করোনা আক্রান্তের । তাঁরা প্রত্যেকেই ভিন দেশের নাগরিক । তবে, তাঁরা নতুন স্ট্রেনে আক্রান্ত কি না জানা যায়নি । চার করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে ।
সোমবার বিহারের গয়া বিমানবন্দরে বিদেশ থেকে আগত চার যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষা (RT-PCR Test) করা হয় । তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, ওই চার আক্রান্তের মধ্যে একজন মায়ানমার, একজন থাইল্যান্ড এবং বাকি দু’জন ইংল্যান্ডের বাসিন্দা । তাঁদের শরীরে সেরকম কোনও সমস্যা নেই বলে জানা গিয়েছে । প্রত্যেক করোনা রোগীকে বিমানবন্দরের কাছাকাছি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে ।
আরও পড়ুন, Covid19 : করোনা আতঙ্ক ! চিন থেকে তাজ মহলে আসা পর্যটক করোনা পজিটিভ
উল্লেখ্য, সম্প্রতি চিন (China) থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে । সম্প্রতি, তাজমহল (Taj Mahal) ঘুরতে এসেছিলেন ওই ব্যক্তি । সেখানে করোনা পরীক্ষা করাতেই রিপোর্ট পজিটিভ আসে ।