আজ, শুক্রবার থেকে বিনামূল্যে বুস্টার ডোজ় দেওয়ার প্রক্রিয়া শুরু হল। শতাধিক কেন্দ্র থেকে সেই টিকাকরণ চলবে বলে বৃহস্পতিবারই জানান মেয়র পারিষদ স্বাস্থ্য এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। আগেই কেন্দ্রের তরফে ১৮ বছরের উর্ধ্বে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। তারপর আজ থেকেই কলকাতায় শুরু হল বিনামূল্যে টিকা দেওয়ার প্রস্তুতি।
জানা গিয়েছে, আগামীতেও মোট ১১৬টি টিকাকেন্দ্র থেকে এই বুস্টার-ডোজ মিলবে। এর মধ্যে ৭৪ টি ইউপিএসসি থেকে দেওয়া হবে কোভিশিল্ড, আটটি মেগা সেন্টার থেকে দেওয়া হবে কোভিশিল্ড এবং ৩৪ টি স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হবে কোভ্যাক্সিন।
‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে স্বাধীনতার ৭৫তম বর্ষে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শুধুমাত্র সরকারি টিকা কেন্দ্রগুলিতেই এই বিনামূল্যে বুস্টার ডোজ় নেওয়ার সুবিধা পাওয়া যাবে বলেও জানানো হয় বুধবার। ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিনের জন্য এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে।