কোভিড প্রতিষেধকের বুস্টার শটের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকাকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। ‘বায়োলজিক্যাল ই’ নামে ওই সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স প্রতিষেধককে (Covid Vaccine Corbevax) ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)।
এর আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভিড টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং সস্তা কোর্বেভ্যাক্সকে বুস্টার ডোজের জন্য সরকার ছাড়পত্র দিল। ইতিমধ্যেই কোর্বেভ্যাক্স চিকিৎসক মহলে যথেষ্ট পরিচিতি পেয়েছে। সাধারণ টিকাকরণেও কোর্বেভ্যাক্সের ব্যবহার শুরু হয়েছে। চলতি বছরে হায়দরাবাদের সংস্থা ‘বায়োলজিক্যাল ই’-কে ৩০ কোটি কোর্বেভ্যাক্স টিকার আগাম বরাতও দিয়েছে কেন্দ্র।
Covid 19 India: দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ৪০৪১, গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের
উল্লেখ্য, কেন্দ্রের বায়োটেকনোলজি দফতরের সঙ্গে হাত মিলিয়ে ‘বায়োলজিক্যাল ই’ সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স প্রতিষেধকের কাজের ধরন কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের মতো অন্যান্য কোভিড প্রতিষেধকের থেকে কিছুটা আলাদা। বিশেষজ্ঞদের মতে, ভাইরাস তার বংশবৃদ্ধির জন্য নিজের জিনকে মানুষের দেহকোষে ঢুকিয়ে দেয়, আর কাজটা করার জন্য বিশেষ ভূমিকা নেয় ভাইরাসের স্পাইক। কোর্বেভ্যাক্স প্রতিষেধকটি তাই মানবদেহে আগাম স্পাইক প্রোটিন ঢুকিয়ে দেয়, ফলে দেহে ভাইরাসের স্পাইক প্রোটিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কোর্বেভ্যাক্সের এই পদ্ধতি অনেক বেশি নিরাপদ বলে দাবি সংস্থার বিশেষজ্ঞদের একাংশের। ‘বায়োলজিক্যাল ই’ সংস্থার দাবি, তাদের টিকা ৯০ শতাংশ সফল।