নতুন করে দেশে করোনা টিকা(Covid Vaccine) দেওয়া শুরু হল। আজ, শুক্রবার থেকেই ন্যাজাল ভ্যাকসিন(Nasal vaccine) দেওয়া শুরু করেছে কেন্দ্র। কারণ ইতিমধ্যেই বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে ভারত বায়োটেকের(Bharat Biotech) ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে ‘কো-উইন' অ্যাপে। শুক্রবার একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য(Mansukh Mandaviya)।
কেন্দ্রের তরফে খবর, প্রাথমিকভাবে বেসরকারি হাসপাতালে মিলবে এই টিকা। শুক্রবার জানানো হয়েছে, আপাতত বুস্টার(Booster Dose) হিসাবেই ভারত বায়োটেকের(Bharat Biotech Nasal Drop) এই টিকা প্রয়োগ করা হবে। ১৮ ঊর্ধ্বদের এই টিকা দেওয়া হবে বলেও খবর। তবে খুব শীঘ্রই প্রতিষেধকের দাম স্থির করা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আরও পড়ুন- Covid 19 Meeting: করোনা নিয়ে উদ্বেগ, রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতির(India Covid Update) উন্নতি হওয়ায় বিভিন্ন বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়া হয়। বিমানযাত্রাতেও আর মাস্ক বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু ফের ওমিক্রনের(Omicron in India) এই প্রজাতি চিনে আছড়ে পড়ার পর থেকেই প্রমাদ গুণছে ভারত। ইতিমধ্যেই গুজরাট-ওড়িশা(Omicron in Odisha) মিলিয়ে মোট ৪ জনের দেহে মিলেছে এই নয়া ভাইরাস।