অতিমারী আবহে (Pandemic Situation) কিঞ্চিৎ আশার খবর শোনাল কেন্দ্র। বাংলা সহ একাধিক রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ (Covid Graph)। তবে এখনই কোনও সিদ্ধান্তে আসা ঠিক নয় বলেও জানিয়েছে কেন্দ্র। কোভিড বিধি না মানলে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে বলেও সাবধান করেছে কেন্দ্র।
কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, রাজস্থানে এখনও দৈনিক সংক্রমণ এবং পজিটিভিটি রেট যথেষ্ট বেশি। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা, হরিয়ানায় সংক্রমণ কমছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল (Lav Agarwal) জানিয়েছেন মহারাষষ্ট্র, কেরালা, কর্ণাটক সহ দেশের ১১ টি রাজ্যে এখনও ৫০,০০০ এর বেশি অ্যাকটিভ কেস রয়েছে।
শর্তসাপেক্ষে খোলাবাজারে আসছে করোনার টিকা, দাম হতে পারে ২৭৫ টাকা
প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯৫ শতাংশের করোনা টিকার প্রথম ডোজ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। দুটি ডোজই (Total Vaccination) নেওয়া হয়ে গিয়েছে ৭৪ শতাংশের।