দেশে কোভিডের (Covid 19) তৃতীয় ঢেউ (Third Wave) শেষের পথে। ওমিক্রন নিয়ে যতটা ভাবা হয়েছিল, ততটা প্রভাব পড়েনি। এরই মধ্যে দেশে চতুর্থ ঢেউয়ের (Fourth Wave) আগাম সতর্কবার্তা আইআইটি কানপুরের। আশঙ্কা করা হচ্ছে, আগামী জুন মাসেই আসছে কোভিডের চতুর্থ ঢেউ। আলফা, বিটা, গামা, ডেল্টার পর করোনার কি নয়া প্রজাতি আসবে! তার ভয়াবহতা কতটা হবে! গবেষকদের মতে তা নির্ভর করবে টিকাকরণ ও মানুষের সচেতনতার ওপরই।
কানপুর আইআইটির (Kanpur IIT) তিন গবেষকদের মতে, দেশে ৪ মাস চতুর্থ ঢেউয়ের প্রভাব থাকতে পারে। রূপ বদলে ফের আসতে পারে ওমিক্রন প্লাস। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য চতুর্থ ঢেউ ততটা গুরুতর নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, কোভিডের নয়া প্রজাতি, টিকাকরণ ও বুস্টার ডোজের ওপর নির্ভর করবে এর ভয়াবহতা।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৭ হাজার ৫৫৪, মৃত্যু ২২৩ জনের
দেশ ও প্রত্যেক রাজ্যে টিকাকরণ কর্মসূচী দ্রুত গতিতে চলছে। মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে অনেক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশের ১৭৭ কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। স্বেচ্ছাসেবী, স্বাস্থ্যকর্মী ও ৬০ বছরের বেশি কোমরবিডিটি রোগীদেরও বুস্টার ডোজ দেওয়া হয়েছে। তাই কোভিডের নতুন ঢেউ কতটা ভয়াবহ হবে, তা এখনই কিছু বলা যাচ্ছে না।