Omisure Kit: ২০২১ এর শেষ সপ্তাহ থেকেই রাতারাতি বাড়তে শুরু করেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। আতঙ্ক বাড়াচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন (Omicron)। এই পরিস্থিতিতে ওমিক্রনকে শনাক্ত করতে এই প্রথম একটি দেশি টেস্ট কিটকে অনুমোদন দিল ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’ (ICMR)।
ওমিশিওর (Omisure) নামের এই কিট তৈরি করেছে টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক্স। এতদিন পর্যন্ত ওমিক্রনকে শনাক্ত করতে মার্কিন সংস্থা থার্মো ফিশারের টেস্ট কিট ব্যবহার করা হচ্ছিল। সাধারণ ভাবে কোভিড ভাইরাসের ক্ষেত্রে যে তিনটি জিন শনাক্ত করা হয়, সেগুলি হল এস-জিন, এন-জিন ও ই-জিন। কিন্তু ওমিক্রন স্ট্রেনের ক্ষেত্রে এস-জিনটিকে শনাক্ত করতে ব্যর্থ থার্মো ফিশারের টেস্ট কিট। ওমিশিওর সেই অভাব পূরণ করবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, গোটা দেশে কোভিডের (Covid 19) নয়া প্রজাতি ওমিক্রনে (Omicron) আক্রান্ত হয়েছেন ১৮৯২ জন। ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে ওমিক্রন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ওমিক্রন থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৬৬ জন।