নবান্নকে(Nabanna) না জানিয়ে জেলায় ইচ্ছা মতো কোভিড বিধি(Covid Guideline) আরোপ করা যাবে না। সূত্রের খবর, সোমবার নবান্নে সব জেলাশাসকদের বৈঠকে এই নির্দেশই দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(H. K. Dwivedi) ।
রাজ্যে বাড়ছে করোনা গ্রাফ (Corona Graph) । সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে একাধিক জেলায় বাজার-দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাপীঠে(Tarapith) বন্ধ করা লজ। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়(North and South 24 Parganas) সংক্রমণ ঠেকাতে একাধিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন নবান্নে ভার্চুয়াল বৈঠকে সব জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করে মুখ্য সচিব।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে এলাকা ধরে যেন কোভিড পরিস্থিতি পর্যালোচনা করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। সেইসঙ্গে টিকাকরণ এবং নিভৃতবাসের উপরেও জোর দিতে বলা হয়েছে।