দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 India) হয়েছে ২০,০৩৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৭৩ জন। দেশে সুস্থতার হার ৯৮.৪৮ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ২৯৯৭ জন। দেশে মোট আক্রান্তের ০.৩২ শতাংশ সক্রিয় কোভিড রোগী। দৈনিক সংক্রমণের হার ৪.৪৪ শতাংশ। দেশে দৈনিক মৃত্যুর হার ১.২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬,৯৯৪ জন। দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। কোভিডের সংক্রমণ বাড়তেই দেশে ১৮-৫৯ বছরের জন্য প্রিকশন ডোজ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কেন্দ্র। শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই পরিষেবা।
আরও পড়ুন: ডলারের অনুপাতে সর্বনিম্ন দাম, এবার ৮০ ছোঁয়ার অপেক্ষায় ভারতীয় মুদ্রা
গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা করিয়েছেন ৪ লক্ষ ৫০ হাজার ৮২০ জন। বৃহস্পতিবার দেশজুড়ে ভ্যাকসিন নিয়েছেন ১৮ লক্ষ ৯২ হাজার ৯৬৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ১৯৯ কোটি ৪৭ লক্ষ মানুষ কোভিড ভ্যাকসিন নিয়েছেন।