২০২২। না ক্যালেন্ডারের পাতায় নতুন বছর আসার ইঙ্গিত নয়। এই সংখ্যাটা গত ২৪ ঘণ্টায় ভারতের দৈনিক কোভিড (Covid 19) সংক্রমণের গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Heath Ministry) বুলেটিন অনুযায়ী, একদিনে দেশে মারা গিয়েছেন ৪৬ জন। যা অনেকটাই নিম্নমুখী বলে দাবি বিশেষজ্ঞদের। ওমিক্রনের (Omicron) BA.4, BA.5 দুই নতুন প্রজাতির ভ্যারিয়েন্টের (Variyant) সন্ধান মিলেছে দেশে। গত শনিবার থেকে এই খবর উদ্বেগ বাড়িয়েছিল। তবে সপ্তাহের প্রথম দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের।
এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.৬৯ শতাংশ। কেন্দ্রের রিপোর্ট বলছে, দেশে একদিনে ২০৯৯ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। অ্যাকটিভ রোগীর সংখ্যা একদিনে কমেছে শতাধিক। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেস ১৪ হাজার ৮৩২।
রবিবার তামিলনাড়ুতে প্রথম ওমিক্রনের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল। রাজ্য সরকার দাবি করেছিল, এই সংক্রমণে আক্রান্ত এক মহিলা। এদিন তামিলনাড়ু সরকার দাবি করেছে, আক্রান্ত ওই মহিলা সুস্থ আছেন। এদিকে, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র বড়সড় হাতিয়ার টিকাকরণ (Corona vaccination)। ইতিমধ্যে দেশে ১৯২ কোটি ৩৮ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৮ লক্ষের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।