ভারতে করোনার ইতি টানার কোনও লক্ষণই নেই। গত ২৪ ঘণ্টায় ফের ১৭ হাজারে দৈনিক সংক্রমণ। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্য়া। দৈনিক মৃত্যু কিছুটা কমলেও, বিশেষজ্ঞদের আশঙ্কা আছড়ে পড়ার মুখে চতুর্থ ঢেউ। ইতিমধ্য়েই প্রতিটি রাজ্যকে করোনা পরীক্ষা আরও বেশি করে করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে টিকাকরণে গতি বাড়াতে বলা হয়েছে।
তাতে শনিবার কেন্দ্রীয় বুলেটিনে দেখা যাচ্ছে, একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্য়া ১৭ হাজার ৯২ জন। যা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা বেশি। সক্রিয় রোগীর সংখ্য়া ১ লক্ষ ৯ হাজার ৫৬৮ জন। শতাংশের বিচারে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ। করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮।
স্বস্তি অবশ্য সুস্থতায়। এ পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৫১ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪,৬৮৪ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। কেন্দ্রের দাবি, দেশে ১৯৭ কোটি ৮৪ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ৯ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।
পাঁচ রাজ্যকে নিয়ে ইতিমধ্য়েই উদ্বেগ কেন্দ্রের। তার মধ্য়ে দুই শহর, রাজধানী দিল্লি ও মুম্বইয়ে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্তের সংখ্য়া ১ হাজার ৭৩৯ জন।