দেশে নতুন করে কোভিডে আক্রান্ত ১৯,৮৯৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড প্রাণ হারিয়েছেন ৫৩ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৪০ লক্ষ ৮৭ হাজার ৩৭ জন। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ জন।
দেশে মোট আক্রান্তের ০.৩১ শতাংশ সক্রিয় কোভিড রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে কোভিডে সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ।গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমেছে ৫৭৯। দেশে কোভিড দৈনিক সংক্রমণের হার ৪.৬৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড পরীক্ষা করিয়েছেন ৪ লক্ষ ৩ হাজার ৬ জন। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ৩৮ লক্ষ ২০ হাজার ৬৭৬ জন। দেশে মোট টিকাকরণ হয়েছেন ২০৫ কোটি ২২ লক্ষ ৫১ হাজার ৪০৮।