বৃহস্পতিবার দেশে একলাফে অনেকটাই বাড়ল ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ওমিক্রনে(Omicron) আক্রান্ত হয়েছেন ৯৬১ জন।
এদিকে, ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে দেশে কোভিড গ্রাফ(Covid Graph)। বৃহস্পতিবার দেশে একলাফে ৪০ শতাংশ বাড়ল দৈনিক করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে(Covid) আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Death) হয়েছে ২৬৮ জনের । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৪৮৬ জন।
আরও পড়ুন- WHO: সুনামির মতো আছড়ে পড়তে পারে ওমিক্রন এবং ডেল্টা সংক্রমণ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মঙ্গলবারই রাজধানী দিল্লিতে(Delhi) হলুদ সর্তকতা(yellow alert) জারি করা হয়। সেইসঙ্গে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। ৫০% হাজিরা নিয়ে চলবে অফিস, তবে সম্পূর্ণ বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ, জিম। রাত ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রাজধানীতে জারি থাকবে নৈশ কারফিউ(Night Curfew)।