এখনও পর্যন্ত গোটা দেশে কোভিডের (Covid 19) নয়া প্রজাতি ওমিক্রনে (Omicron) আক্রান্ত হলেন ২,৬৩০ জন। ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে ওমিক্রন। দেশে কোভিডে নতুন করে আক্রান্ত হলেন ৯০,৯২৮ জন। দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন।
ওমিক্রন আক্রান্তের নিরিখে রাজ্যগুলোর মধ্যে এগিয়ে মহারাষ্ট্র। এই রাজ্যে মোট ৭৯৭ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এরপরই তালিকায় আছে রাজধানী দিল্লি। দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৪৬৫। গোটা দেশে বেড়েছে সক্রিয় কোভিড রোগীর (Active Cases) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৭১,৩৯৭। এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৬ জন।
আরও পড়ুন: Covid in WB: কলকাতা একাই ৬ হাজার, বঙ্গে আক্রান্ত ১৪,০২২, করোনায় কাবু সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী
কোভিড থেকে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৪১ হাজার ৯ জন। সুস্থতার হার ৯৭.৮১ শতাংশ।