দেশে ধীরে ধীরে কমছে কোভিডের সংক্রমণ(Covid Affection)। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে(Covid) আক্রান্ত হলেন ১ লক্ষ ১৬ হাজার ৭৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Covid Death) হয়েছে ৮৯৫ জনের।
দেশে সুস্থতার হার(Discharge Rate) বেড়ে হয়েছে ৯৬.১৯ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা কমে হয়েছে ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন।
আরও পড়ুন- West Bengal Covid Bulletin: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা-আক্রান্ত ৮৩৫ জন, মৃত ৩৪
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৯ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার ৭৫৫ জন ভারতীয় নাগরিক ভ্যাকসিন(Covid Vaccine) নিয়েছেন।