শনিবারের পর রবিবারও দেশে কমেছে কোভিডের দৈনিক সংক্রমণ(Daily Covid Cases)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে(Covid-19) আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন । তবে অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু(Covid Death) হয়েছে ৬৮৪ জনের।
বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫৯১ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৭১১ জন। সুস্থতার হার ৯৭.৩৭%।
আর পড়ুন- West Bengal Covid update : রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ৬৭২, মৃত্যু হয়েছে ২৫ জনের
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ৬৫৫ জনের। দেশে মোট টিকাকরণ হয়েছে ১৭২ কোটি ৮১ লাখ ৪৯ হাজার ৪৭৭ জনের।