দেশের দৈনিক করোনা সংক্রমণের পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিলেও কেন্দ্রীয় সরকার সতর্ক। দেশের ৭ রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। দিল্লি, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাকে চিঠি দিয়েছে কেন্দ্র। সাত রাজ্যকেই ফের কড়াভাবে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত ১৮, ৭৩৮ জন। ফলে দেশের মোট করোনা সংক্রমিত ৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজারের কাছাকাছি। সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৯৩৩ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩১ শতাংশ।
আরও পড়ুন- Bengal COVID Update:রাজ্যে কোভিড সংক্রমণ সামান্য কমল, গত ২৪ ঘণ্টায় মৃত ৪
এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৮৪ হাজার ১১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৬ কোটি ২১ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৯ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।