আবার দেশে উর্দ্ধমুখী কোভিড(Covia-19) গ্রাফ। হু হু করে বেড়ে চলেছে সংক্রমণ। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩,৬১৪ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর(Active Covid Patient) সংখ্যা ৪০ হাজার ৫৫৯। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.০৯ শতাংশে।
পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনায়(Coronavirus) মৃত্যু হয়েছে ৮৯ জনের। দৈনিক পজিটিভিটি রেট ০.৪৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ৫,১৮৫ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৫১৩ জন করোনামুক্ত(Coronavirus) হয়েছেন।
আরও পড়ুন- West Bengal Covid Reports: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ১০৬ জন, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের