কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৫,৮১৫ জন। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১৯ হাজার ২৬৪ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৭ শতাংশ।
ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৯৯৬। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান।
আরও পড়ুন- Covid-19 in India: ফের বাড়ছে কোভিড, স্বাধীনতা দিবসে দেশ জুড়ে বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের