দেশে সামান্য বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণ( Daily Covid Cases)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে (Covid-19) আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। এর পাশাপাশি বাড়ল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid Death) হয়েছে ৫৪১ জনের।
আরও পড়ুন: সীমান্তে যুদ্ধের মেঘ, ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরাতে মরিয়া দূতাবাস
বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা কমে হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৫৩৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে সুস্থ হয়েছেন ৪ কোটি ১৯ লাখ ১০ হাজার ৯৮৪ জন। দৈনিক সংক্রমণের হার ২.৬১ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট টীকাকরণ হয়েছে ১৭৪ কোটি ২৪ লক্ষ ৩৬ হাজার ২৮৮ জনের।